মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের বালিগ্রাম খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্বাস চৌধুরী (৪৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে সম্প্রতি খাতিয়াল গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্বাস চৌধুরী গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিস্থিতি আবারও থমথমে হয়ে ওঠে। এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
এ ঘটনায় এলাকায় শান্তি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা কাজ করছেন।