মো. আব্দুল করিমঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলায় শরণখোলায় ইসলামি ছাত্র -শিবিরের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারী (শনিবার) রাত ৮টায় রায়েন্দা ফায়েল খায়ের ভবনে ৩নং রায়েন্দা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে, শরণখোলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে এবং শরণখোলা উত্তর সভাপতি রাকিব ইসলাম আলভি’র পরিচালনায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, বাগেরহাট-৪(দাড়িপাল্লা প্রতিকের) প্রার্থী, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আব্দুল আলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির,বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী এইচ আর এম সম্পাদক নাজমুল হাসান (সাঈফ) বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের (সদ্য সাবেক) সভাপতি মোঃ আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর শিবিরের দপ্তর সম্পাদক ডাঃ আব্দুল্লাহ খান।
অনুষ্ঠানে উদ্বোধনী রাখেন, শরণখোলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ, ওয়ারি থানা সভাপতি মোঃ সোলায়মান গাজী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ ছাত্র সমাজ কে সুসংগঠিত করে মেধাবী ও যোগ্য করে গড়ে তুলতে ছাত্রশিবিরের বিকল্প নাই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের পদচারনার মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে মেধাবী ছাত্রদের সমন্বয় ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে হবে। তবেই সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে শিবির কে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানানো হয়।