তানজিলা সুইটি,ঢাকা
নারী ও শিশু কল্যাণভিত্তিক সামাজিক সংগঠন -শিক্ষণ থেকে আপন নিবাস বৃদ্ধাশ্রম পরিদর্শন ও প্রবীণ-শিশুদের জন্য মানবিক সহায়তা প্রদান করেছেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) শিক্ষণের স্বেচ্ছাসেবীরা সেখানে এই সহায়তা প্রদান করেন। তারা আপন নিবাস বৃদ্ধাশ্রমে এবার একটি পানির গিজার ও একবেলা খাবারের ব্যবস্থা করেন।
বৃদ্ধাশ্রমটিতে ১০০ জন বৃদ্ধা আছেন। সেইসাথে বেশ কয়েকজন শিশু ও কিশোরী ও থাকেন।
শিক্ষণ থেকে গত কয়েক বছরেও এভাবে খাবার, শীতের সামগ্রী এবং অন্যান্য সহায়তা দিয়েছে।
এবারের শীতকালে গরম পানির গিজার দেওয়ার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করেন।