সাফওয়ান আল আজিজ,শহর প্রতিনিধি
কক্সবাজার শহরের প্রধান সড়কের অন্যতম ব্যস্ততম বার্মিজ মার্কেট এলাকার সড়ক সংস্কার কাজ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ । এবছর ভারি বৃষ্টিতে প্রধান সড়কের বিভিন্ন স্থানের রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। রাস্তার মাঝে গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও বাধ্য হয়ে এ পথেই চলাচল করছিলো যানবাহন গুলো। প্রায় ২ মাস বৃষ্টি চলে গেলেও এ রাস্তায় -ইট ফেলে গর্তগুলো ভরাট করার কোন উদ্যোগ ছিলনা স্থানীয় উন্নয়ন কতৃপক্ষের । যদিও এখন যে সংস্কার কাজ চালানো হচ্ছে তা খুবই ক্ষণস্থায়ী তারপরেও বড় বড় গর্তগুলো ভরাট করলেও সেখান দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে সমস্যা হবেনা বলে মনে করছেন চালকরা। বাজার ঘাটা হতে বাংলাবাজারগামী সিএনজি চালক আজমত আলী জানান, রাস্তার এমন দশার কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। আপাতত যে সংস্কার হচ্ছে তাতে হয়তো সে সমস্যা থেকে কিছুটা বাচা সম্ভব। সদরের বাসিন্দা লিয়াকত আলী খান বলেন, রাস্তাটি অবশেষে সংস্কার হচ্ছে এটাই বড় পাওয়া ।