পৃথিবীর সব রঙ মুছে গেলে
মোঃ আসাদুল হক (আসাদ)
ধরনীর কথা গুছে গেলে,সব লেখা মুছে দিলে- পান্ডুলিপির বিথা আয়োজন,
পৃথিবীর সব স্বাদ ভেসে গেলে–নিরামিষ ঘরে প্রয়োজন।
সব পাখি ঘুমানোর পর, জেগে থাকা কিছু পাখি,
তারা জানে– পথের পরিধি ক্রমশ বৈদিক আর্যে যে পণ।
সময়ের তরে নষ্ট সময় পরে বহুরুপী হাক-ডাক,
যে পাখি ঘরে ফিরে, যে পাখির ঘর নেই তার কিসের অভাব।
পরিধি যার নষ্ট নীড়ে, করে আয়োজন_ বহু জন,
পিপীলিকা সুখ খোঁজে পৃথিবীর’পর সব নষ্ট যখন।
আলো–ছায়ার পৃথিবীতে মুছিয়া যত কথন,
কোন হিতে বলো –জেগে থাকা এই রাত অমূল্য রতন?
ভিন্ন রঙে জাগানো রাতে যে আলোর প্রদীপ জ্বলে,
যে দ্বীপ আলোহীন– সেই দ্বীপেও জ্বলে সহস্র জোনাকি বলে।
আজ পৃথিবীর নিয়ম ভেঙে গেলে কি হতো বলো জেগে,
যদি জেগে যেত জোনাকি দিনের আলোয়– কি হতো জ্বলে,
এই নিশি ভোর, কত দুপুর, রঙের কালো ধোঁয়া রাতে,
সব রঙ মুছে গেলে, সব রূপ ফুরোয়, মিথ্যে ছলনা বটে।