প্রতিনিধি, নিউজ ভিশনঃ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বটি দিয়ে কুপিয়ে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। নিহত নারীর নাম তাপসী রানী দাস (৪২)। এ ঘটনায় অভিযুক্ত কালী চরণ দাসকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিড়াছড়া জেলে পাড়া গ্রামে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তাপসী রানীর ভাই তপন দাস জানান, তার ভগ্নিপতি প্রভাত দাস সাগরে মাছ ধরতে গেলে একই পরিবারের চাচাতো ভাই, মৃত সুখুর দাসের পুত্র কালী চরণ তুচ্ছ বিষয় নিয়ে তার বোনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে কালী চরণ বটি দিয়ে তাপসী রানীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত তাপসী রানীকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. বিপ্লব কান্তি রুদ্র জানান, নিহত নারীর শরীরে অন্তত চারটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বড়ঘোপ স্টিমার ঘাট এলাকা থেকে জনতার সহায়তায় পুলিশ অভিযুক্ত কালী চরণকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।