Oplus_16908288
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় হাড়কাঁপানো শীতের রাতে এতিমখানা ও হেফজখানায় গিয়ে অনাথ শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সাহারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি এই মানবিক কর্মসূচি পালন করেন।
রাতের আঁধারে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে হঠাৎ কাছে পেয়ে এবং উষ্ণতার পরশ পেয়ে এতিমখানা ও হেফজখানার শিক্ষক-শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। কনকনে শীত উপেক্ষা করে ইউএনও নিজেই শিশুদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা তাপস দত্ত, সাহারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল উদ্দিন আহমদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন কাদের এবং উপজেলা ত্রাণ শাখার কার্য-সহকারী রাজিব আলী।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, সারাদেশে শীত জেঁকে বসেছে এবং কয়েক দিন ধরে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডার প্রকোপ বেড়েছে। এই অবস্থায় এতিমখানা ও হেফজখানার অনাথ শিশুরা শীতে খুব কষ্ট পাচ্ছে। তাই মানবিক দায়বদ্ধতা থেকে সোমবার রাতে সাহারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চারটি এতিমখানা ও একটি হেফজখানায় গিয়ে কোমলমতি শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।