ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পুলিশ অফিসারের বিরুদ্ধে মাদক সিন্ডিকেটর পরিকল্পিত মিডিয়া ট্রায়াল’ নেপ্যথে প্রতিহিংসার অভিযোগ

প্রতিবেদক
নিউজ ভিশন
৩১ ডিসেম্বর ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ

Link Copied!

ঈদগাঁও প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁও থানায় দায়িত্ব পালনকালে একের পর এক সফল অভিযানের মাধ্যমে মানব পাচারকারী ও মাদক সিন্ডিকেটের ভিত নাড়িয়ে দেওয়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত ‘মিডিয়া ট্রায়াল’-এর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন টেকনাফ মডেল থানা ও বর্তমানে ঈদগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) বদিউল আলম।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, টেকনাফে দায়িত্ব পালনকালে মাত্র আড়াই মাসের মধ্যে এসআই বদিউল আলম অভাবনীয় সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৯৩ জন মানব পাচারের শিকার ভিকটিম উদ্ধার, ২০ জন অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার, ২৫ জন কুখ্যাত মানব পাচারকারী ও অপহরণকারী গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি একটি চাঞ্চল্যকর মানব পাচারকালে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নিশ্চিত করা হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, গত ২৯ জানুয়ারি টেকনাফের একটি শক্তিশালী মাদক ও অপহরণকারী চক্রের এক সদস্য গ্রেপ্তারের পর থেকেই একটি মহল এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। অভিযোগ রয়েছে, কক্সবাজারের দুইজন নামধারী প্রভাবশালী সাংবাদিক গ্রেপ্তারকৃত আসামিকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে এসআই বদিউল আলমকে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন। এ ঘটনায় তিনি নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর থেকেই ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় আড়াই মাস আগের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে ‘অস্ত্র দিয়ে ফাঁসানো’ ও ‘টাকা লেনদেনের’ মতো ভিত্তিহীন অভিযোগ তুলে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজের মনগড়া ব্যাখ্যা এবং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই ২ লাখ টাকা গ্রহণের অভিযোগ তোলা হয়েছে, যা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি সংশ্লিষ্টদের।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাত মাজদার স্পষ্টভাবে জানিয়েছেন, “এসআই বদিউল আলমের বিরুদ্ধে ২ লাখ টাকা লেনদেনের অভিযোগের কোনো সত্যতা নেই। এ সংক্রান্ত কোনো প্রমাণও পাওয়া যায়নি।”

স্থানীয়দের ভাষ্য, ঈদগাঁও টু ঈদগড় সড়কে ডাকাতি ও সন্ত্রাস দমনে যখন এসআই বদিউল আলম দিনরাত ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করছেন, ঠিক সেই সময় অপরাধীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতেই তাকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।
সচেতন মহলের প্রশ্ন, একজন সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অপরাধী সিন্ডিক

আরও পড়ুন

লবণ বহনকারী পানিতে বেহাল দশা; কবি নুরুল হুদা সড়ক

চকরিয়ায় জমি বিরোধের জের; যুবদল নেতাকে হত্যা

দুঃখিনী দেশমাতা জেন-জি আপনাকে মিস করবে ভীষণ

না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি চাকসু ভিপি ইব্রাহিম রনি, সেক্রেটারি পারভেজ

‎সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী এড. ইয়াসীন খানের মনোনয়নপত্র জমা ‎

চকরিয়ায় বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ

ইনসাফের দেশ গড়তে চান এনসিপি নেতা কক্সবাজারের খালেদ

‎সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি’র দলীয় প্রার্থী কয়ছর এম আহমেদ ‎

বাইউস্ট আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইতিহাস গড়ল আইন বিভাগ

আগামীকালের কর্মসূচি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ