সৌরভ, স্টাফ রিপোর্টার,মাদারীপুরঃ
মাদারীপুর সদর উপজেলার মস্তাফাপুর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পহেলা জানুয়ারি ২০২৬ উপলক্ষে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মাতুব্বরসহ সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। বই উৎসবের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরা।
শিক্ষকদের আশা, নতুন পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়াশোনায় অগ্রসর হবে এবং ভালো ফলাফল অর্জন করবে।