প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের টেকনাফে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ রাসেল প্রকাশ আব্বুয়া (২৬)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রাসেল টেকনাফ থানার মামলা নম্বর-০৩ (তারিখ: ০১/০৭/২০২৫) অনুযায়ী ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ক)/১৯(ফ) ধারায় অভিযুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ রাসেল প্রকাশ আব্বুয়া কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নূরানীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হাশেম।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।