মো:আরিফুল ইসলাম, ঈদগাহ (কক্সবাজার):
নবগঠিত কক্সবাজারের ঈদগাহ উপজেলায় লবণ বহনকারী পানির অবাধ চলাচলের কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলো।
বিশেষ করে লবণ পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহন থেকে সড়কের ওপর পড়ে থাকা লবণাক্ত পানি রাস্তার পিচ ও কার্পেটিং ক্ষয় করে দিচ্ছে, ফলে অল্প সময়ের মধ্যেই সৃষ্টি হচ্ছে খানাখন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ উপজেলার বিভিন্ন সড়ক দিয়ে প্রতিদিন শত শত লবণ বোঝাই ট্রাক ও ভ্যান চলাচল করে। এসব যান থেকে নির্গত লবণাক্ত পানি সরাসরি রাস্তায় পড়ায় পিচ উঠে যাচ্ছে এবং সড়কের স্থায়িত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনকে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “নতুন উপজেলা হওয়ার পর আমরা উন্নত সড়কের আশা করেছিলাম। কিন্তু লবণ বহনকারী পানির কারণে কয়েক বছরের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি দেখার কেউ নেই।”
এ বিষয়ে সচেতন মহলের দাবি, লবণ পরিবহনে নিয়োজিত যানবাহনের জন্য নির্দিষ্ট নিয়ম-কানুন ও বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে পুরো উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, লবণ বহনের সময় পানি নির্গমন বন্ধ করা, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে সড়ক রক্ষা করা সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী, যাতে নবগঠিত ঈদগাহ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড টেকসই ও দীর্ঘস্থায়ী হয়।