ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

মোটা অঙ্কেরর টাকাতেও কেনা গেল না পেসার তাসকিনকে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ

Link Copied!

ক্রীড়া ডেস্ক :

মোটা অঙ্কেরর টাকাতেও কেনা গেল না তাসকিন আহমেদকে। দেশের স্বার্থে পিএসএলকে না বলে দিয়েছেন দেশ সেরা এই পেসার। ইংল্যান্ড সিরিজে নিজেকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত বলছেন তাসকিন।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কাঁড়ি কাঁড়ি টাকা যখন ক্রিকেটারদের জাতীয় দল ছাড়তে বাধ্য করছে, তখন ভিন্নমুখী এক দৃষ্টান্ত স্থাপন করলেন তাসকিন। পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতান থেকে তিনটি ম্যাচ খেলার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন তাসকিন।

মূলত দেশের ক্রিকেটে নিজের প্রয়োজনীয়তার কথা ভেবেই পিএসএলকে না বলেছেন তাসকিন। সাথে খানিকটা চোট সমস্যাও রয়েছে তার। বিপিএলের শেষ দিকে তাই খেলাও হয়নি তার। অবশ্য সেই চোট থেকে সুস্থ হয়ে সাম্প্রতিক সময়ে উমরাহও করে আসেন তাসকিন।

মুলতান সুলতানের পক্ষ থেকে পাওয়া এই আমন্ত্রণের কথা নিজেই শিকার করেছেন তাসকিন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে তাসকিন বলেন, ‘মুলতান সুলতান্স থেকে অফার পেয়েছিলাম। তারা তিন ম্যাচের জন্য আমাকে চেয়েছিল। তবে ফিজিও জানালো, আরেকটু ট্রেনিং করলে ভালো হয়। যদি পিএসএল খেলো আর চোট লেগে যায়, তবে ইংল্যান্ড সিরিজটা মিস হবে।’

পিএসএল খেলতে গিয়ে দেশের খেলা মিস করতে চান না তাসকিন, তার কাছে বিষয়টা দৃষ্টিকটু। এই বিষয়ে তাসকিন বলেন, ‘যেহেতু গুরুত্বপূর্ণ একটি সিরিজ আছে সামনে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি দেশের খেলা মিস করি, সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার চোট ছিল, তাই আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।’

এর আগে স্বপ্নের আইপিএলকেও না বলেছিলেন তাসকিন, ফিরিয়ে দিয়েছিলেন বেশ মোটা অঙ্কের অফার। যা নিয়ে আক্ষেপ নেই তাসকিনের। তাসকিন বলেন, ‘বোর্ড আমাকে সম্মানী দিয়েছিল। তাই সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। জাতীয় দলে খেলাটাই আমার মূল লক্ষ্য। এখানে যদি ধারাবাহিকভাবে খেলতে পারি আর ভালো করি আজ হোক কাল হোক সুযোগ আসবে। দিন শেষে জাতীয় দলে খেলার জন্যই তো কষ্ট করি। এটি যদি ঠিক থাকে ফ্র্যাঞ্চাইজি এমনিতেই নেবে।’

412 Views

আরও পড়ুন

নতুন কর্মসূচী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

উপজেলা নির্বাচন পরিক্রমা...
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাংসদ ইবরাহীমের বিরুদ্ধে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় প্রথম ফার্মা সামিট’২৪ অনুষ্ঠিত

ক্রিকেট ইতিহাসে রেকর্ড সৃষ্টি : কোনও রান না দিয়েই ৭ উইকেট

চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

এশিয়া এখন জ্বলন্ত উনুন চলছে তীব্র তাপপ্রবাহ

কাটা হবে ৩ হাজার গাছ, বন বিভাগ বলছে ‘গাছ রক্ষার কোনো সুযোগ নাই’

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি !! 

শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটি ॥ দেবশীষ- সভাপতি, মেরাজ সা: সম্পাদক

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা।

শেরপুরে চাঞ্চল্যকর গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন মিয়া গ্রেফতার

আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা