মুহা. ইকবাল আজাদ।
করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু ঘটেছে। আজ (বুধবার) সংবাদ সম্মেলনে এসে এই কথা জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা। এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে কোন ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিচালকের তথ্য মতে, আক্রান্তকারীদের মধ্যে সবচেয়ে বয়স্ক রোগী ইন্তেকাল করেছেন। যার বয়স ৭০ বলে নিশ্চিত করেছেন। তাছাড়া মৃত রোগী ডায়বেটিস এবং অন্যান্য রোগে ভুগছিলেন।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত ৮ই মার্চ। আজকে গাজীপুরে একজনের করোনা সনাক্ত হলে আক্রান্তকারী সংখ্যা দাঁড়ায় ১১ জন। তবে দুপুরে আইইডিসিআর তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তকারীর সংখ্যা মোট ৪ জন। নতুন রোগীদের দুইজন ইতালি প্রবাসী এবং একজন কুয়েত প্রবাসী। ফলে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৪জন। এর মধ্যে ৩জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে দুইটি শিশুও আক্রান্ত রোগী হিসেবে চিকিৎসাধীন আছেন।