আবুল কাসেম, মহেশখালীঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার প্রাইমারি স্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে এলাকাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নতুন বাজার প্রাইমারি স্কুল মাঠে ইতোমধ্যে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়েছে। জনসভা সফল করতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন।
এদিকে জনসভা ও নির্বাচনী সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বড় মহেশখালী, নতুন বাজার, ছোট মহেশখালী ও আদিনাথ ঘাটসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার বাহিনীর সহযোগিতায় নিয়মিত টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলায় পাঁচজন সিএনজি চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনসভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু এবং জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান।