মোহাম্মদ নেজাম উদ্দিন,কক্সবাজারঃ
ধূমকেতু কক্সবাজারের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি গঠিত। সদস্যদের প্রত্যক্ষ ভোটে লায়ন শহীদুল্লাহ সভাপতি, মুহাম্মদ সাদেক সেক্রেটারি ও ডাঃ আবদুল হামিদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়। এই কমিটি আগামী এক বছর ধূমকেতু কক্সবাজারে দায়িত্ব পালন করবেন।
ধূমকেতু কক্সবাজার একটি অরাজনৈতি, সামাজিক ও অর্থনৈতিক সংগঠন। কিছু উচ্চ শিক্ষিত, সৎ, পরোপকারী ও ভিশনারি যুবকের সমন্বয়ে এই সংগঠন গঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন নিজেদের আর্থিক সমৃদ্ধির পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় নানান সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
লায়ন শহীদুল্লাহ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন সায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একজন সক্রিয় সদস্য। ইতিপূর্বে তিনি লিও জেলা ৩১৫ বি৪ এর বিভিন্ন পদে তথা লিও জেলার জয়েন্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট এডভাইজার, রিজিয়ন ডিরেক্টর, ক্লাব ডিরেক্টর, ক্লাব প্রেসিডেন্টের , ক্লাব সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়াও খুটাখালীস্থ টেন স্টার ফ্রেন্ডশিপ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
যুবনেতা লায়ন শহীদুল্লাহ বিগত স্বৈরশাসনামলে রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে কক্সবাজার জেলা যুবদলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জিয়া শিশু কিশোর মেলা কক্সবাজার জেলার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
তিনি বিগত দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের- (আলাওল হল শাখার) সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের- সহ সভাপতি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের-সিনিয়র সদস্য, চকরিয়া উপজেলা ছাত্রদলের – যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে কৃতি সন্তান সাবেক সফল ছাত্রনেতা ও বর্তমান যুবনেতা লায়ন শহীদুল্লাহ দেশের অন্যতম সনামধন্য বিদ্যাপিট চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স এবং মাস্টার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কক্সবাজার আইন কলেজ থেকে এল এল বি ডিগ্রী অর্জন করে বর্তমানে কক্সবাজার জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী ও একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় সুনামের সহিত কাজ করে যাচ্ছেন।
লায়ন শহীদুল্লাহ ধূমকেতু কক্সবাজারের সকল সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া প্রত্যাশা করেন।