কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের বাস সার্ভিস‚ বাইক সার্ভিস‚ খাবার ও মডেল টেস্টসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে সার্বিক সহায়তায় পরীক্ষার্থীদের পাশে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
শুক্রবার ( ৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে থাকেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জুলাই আন্দোলনের ৯ জন শহীদের নামে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্র এবং শহীদ শরীফ উসমান বিন হাদীর নামে গার্ডিয়ান প্যাভিলিওন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুবি শাখা।
জানা যায়, ২০২৪ সালে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ আব্দুল কাইয়ুম, শহীদ ওয়াসিম,শহীদ আবরার ফাহাদ, শহীদ তাহমিদ, শহীদ আলী রায়হান ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র নামে তথ্য কেন্দ্রগুলোর নামকরণ করা হয়। ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কোটবাড়ি অঞ্চলের আশেপাশের কেন্দ্রগুলোতে তথ্য কেন্দ্র স্থাপন করা হয়। তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার সিট প্ল্যানিং ও গন্তব্য নির্দেশনা ভাড়া সচেতনতা ও জরুরি তথ্য প্রদান করেন তারা। এছাড়াও খাবার পানি, কলম বিতরণ শিক্ষার্থীদের জন্য রাতের খাবার ও প্রাথমিক চিকিৎসা সেবা র ব্যবস্থা করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইমার্জেন্সি যাতায়াতের জন্য বাইক সার্ভিস ও রাতে নিরাপত্তা ও যাতায়াতের জন্য বাস সার্ভিসেরও ব্যবস্থা করে সংগঠনটি।
চট্টগ্রাম থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী শুমাইতা ইবনাত বলেন‚ ‘ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়। আমি আমার বাবাকে নিয়ে এসেছিলাম‚ তাদের সহায়তায় বাবাকে লাউঞ্জে রেখে পরীক্ষা দিতে পেরেছি। তাদের সার্বিক সহযোগিতা অনেক ভালো লেগেছে।’
ভর্তি পরিক্ষার্থী মো: নাঈম হোসেন বলেন‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে ছাত্র শিবিরের কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে এবং প্রথমবার জানলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আব্দুল কাইয়ুম নামে একজন ছাত্র জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন।’
ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন‚ ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিবারের মতো এবারো বেশ কিছু সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। শিক্ষার্থীদের জন্য “আর-রিহলা” বাস সার্ভিস চালু করেছে। বিভিন্ন কেন্দ্রে ৯ টি তথ্য কেন্দ্র স্থাপন করেছে। রাতে ১৫০০ জন শিক্ষার্থীর রাতের খাবার ও ক্যাম্পাসের আশেপাশে ভিবিন্ন মসজিদ থাকার ব্যাবস্থা করেছে। এছাড়াও আমরা গণভোটে হ্যাঁ দেওয়ার ক্যাম্পেইন করেছি।’