বাংলাদেশ ব্যাংকের একজন অভিজ্ঞ কর্মকর্তা কন্থৌজম সুরঞ্জিত (K. Suranjit) যুগ্ম পরিচালক পদ থেকে অতিরিক্ত পরিচালক (অত. পরিচালক) পদে পদোন্নতি লাভ করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদোন্নতি কার্যকর হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নীতি প্রণয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং গবেষণায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা কন্থৌজম সুরঞ্জিতের এই পদোন্নতি ব্যাংক সংশ্লিষ্ট মহল ও অর্থনীতিবিদদের কাছে একটি স্বাগতযোগ্য পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
নীতিনির্ধারণ ও প্রযুক্তিগত অবদান।
কন্থৌজম সুরঞ্জিত বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে ‘সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং প্রজেক্ট’–এর আওতায় তিনি বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম ও এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ERP) স্থাপনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এসব উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বর্তমানে তিনি কৃষি অর্থায়ন ও নীতিগত উদ্ভাবন সংক্রান্ত তথ্যভিত্তিক প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন, যেখানে স্পেশাল এভিডেন্স–বেইজড পলিসি ইনোভেশন পদ্ধতির মাধ্যমে বাস্তবভিত্তিক নীতি প্রণয়নে জোর দেওয়া হচ্ছে।
একজন কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে তিনি মুদ্রানীতি, সামষ্টিক অর্থনীতি এবং নীতিসংক্রমণ প্রক্রিয়া নিয়ে একাধিক গবেষণাপত্র লিখেছেন। উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে “Output Decomposition and the Monetary Policy Transmission Mechanism in Bangladesh”, যা দেশের অর্থনীতির কার্যকর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া অনুমোদন প্রক্রিয়ায় নীতিগত বিশ্লেষণ ও মতামত প্রদান করেছেন, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদারে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
কন্থৌজম সুরঞ্জিত উচ্চশিক্ষা গ্রহণ করেছেন দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে। তিনি অস্ট্রেলিয়ার দ্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU) থেকে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে বিবিএ এবং ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।
কন্থৌজম সুরঞ্জিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা, আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের সন্তান। তার পিতা কন্থৌজম সুবোধ এবং মাতা আমুসেনা দেবী। তিনি মনিপুরী মীতৈ সম্প্রদায়ের একজন শ্রদ্ধেয় সন্তান।
সংশ্লিষ্ট মহল মনে করছে, সততা, দক্ষতা ও গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে কন্থৌজম সুরঞ্জিতের পদোন্নতি বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণ প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করবে। কেন্দ্রীয় ব্যাংকের আধুনিকায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।