{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপিঠ ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাব ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
পরিদর্শনকালে তিনি আইসিটি ল্যাবের সার্বিক কার্যক্রম, ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থা এবং শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করেন। এ সময় তিনি ডিজিটাল শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও আইসিটি ল্যাব সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে আইসিটি ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।