মো বেলাল হোসেন পাটোয়ারী :
ফেনীর পরশুরাম পৌরসভার ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনের দলের মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনুর সমর্থনে নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং দলীয় বার্তা পৌঁছে দিচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকে ওয়ার্ডের প্রধান সড়ক, বাজার এলাকা ও গ্রামের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম চালানো হয়। এ সময় বিএনপির স্থানীয় ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ জনগণের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু তালেব, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, “জনগণের অধিকার ও উন্নয়নের পক্ষে আমাদের এই প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন।”
স্থানীয় বাসিন্দারা জানান, গণসংযোগের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা সন্তুষ্ট। কেউ কেউ এলাকার রাস্তা, ড্রেনেজ ও বন্যার বাঁধ স্থায়ী সমস্যার কথা তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন ধরে উপজেলা ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও একই ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।