তানজিলা সুইটি,ঢাকা
আগামীকাল(১৪ জানুয়ারি) প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ আদায়ের দাবিতে অবরোধ কর্মসূচী সফল করার জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র সকল শিক্ষার্থীকে উদাত্ত্ব আহ্বান জানিয়েছে প্রতিনিধিগণ।
আগামীকাল সকাল ১১ টা থেকে “অবরোধ কর্মসূচী”র রোডম্যাপ ঘোষণা করলেন।
স্পট: ১ – সায়েন্সল্যাব (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ)
স্পট:২- টেকনিক্যাল মোড় ( বাংলা কলেজ, তিতুমীর কলেজ )
স্পট: ৩- তাঁতিবাজার ( কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ)
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর এর অর্গানাইজিং উইং এর প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
বিবৃতিতে তারা দাবি করেন যে, আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই ” ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫” এর অনুমোদন দেয়ার পাশাপাশি চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।