অদ্ভুত সুন্দর
মোহাম্মদ আবদুল্লাহ
দূর থেকে’ই সুন্দর!
কল্পনায় আরো বেশি’ই সুন্দর
সুন্দরের কোন মাপকাঠি নেই; নেই কোন সংজ্ঞা।
তারপরেও
চাকচিক্য, সুন্দরে’র পিছনেই থাকে।
অদ্ভুত বিষ্ময়কর সুন্দর, কল্পনাতেই সুন্দর।
বাস্তবতায় ফিরে এসে-
গুণের বিচার বিশ্লেষণে, কাজল কালো মেয়েটাকেও সবাই হিংসা করে।
সুন্দরের কোন সংজ্ঞা নেই।
ধবধবে সাদা গায়ের রং নেই কোন সৌন্দর্য্য,
গুণে তার সৌন্দর্য্য বড্ড বেশি সুন্দর।
অদ্ভুত রকমের সুন্দর !
রূপে- গুণে সৌন্দর্যের মাতাল করে,
কিন্তু তার’য়ে মুখের বুলি হাতাশ করে।
সুন্দরের কোন সংজ্ঞা নেই
অদ্ভুত সুন্দর!