ছুটির নিমন্ত্রণে
সৈয়দা ইলমুন্নাহার তাকিয়া
একদিন আকাশের ওই সাদা মেঘ হবো
প্রশান্তির ঝড় হয়ে ভিজিয়ে দিবো ধরণী
রূপকথার সেই নীল পরীর ডানায় করে
ঘুরে বেড়াবো সূয্যিনগরের বিস্তৃর্ণ – তেপান্তর
হঠাৎ ধরা দিবো কুয়াশার চাদরে ঢাকা ভোরে
কৃষাণীর সেই উনুনে ধোঁয়া উঠা পিঠাপুলির হাঁড়িতে
গোধূলিতে সেই তরুণের সূতোকাটা ঘুড়ি হবো
হারিয়ে যাবো সেই হাজার বছরের পদ্মদিঘির গ্রামে….জ্যোৎস্নার আলোয় শুনবো সেই ভেলুয়ার কাহিনী
চাঁদের আলোয় খেলবো সেই শৈশবের কানামাছি
অন্ধকার ঝাউবনে হবো সেই জোনাকির সাথী।