শীতের আগমনী বার্তা
মোহাম্মদ আবদুল্লাহ
সন্ধ্যার আলো-অন্ধকারে কুয়াশা,
শীতল হাওয়া, শীতের আগমনী বার্তা জানান দেয়।
জানান দেয়
হরেক রকমের ফুলেল আগমনী বার্তা,
ফুলের নির্মল গন্ধে আগমনী বার্তা,
হরেক রকমের পিঠা-পুলির আগমনী বার্তা।
শহরের রাস্তা মুড়ে – ল্যাম্প পোষ্টের নিচে,
গড়ে ওঠে ভ্রাম্যমাণ পিঠাপুলির দোকান।
নানান স্বাদের পিঠাপুলি,
এই যেন গ্রামের ঠাকুরমার বাড়ি।
আনন্দে মুখরিত হয় শহরবাসী।
ঘরে তুলবে আউশ ধান,
মেতেছে আনন্দে ছোট্ট গ্রামখানি।
চারদিকে আনন্দ-উল্লাসে মেতে ওঠে
নতুন ধানের সুগন্ধি’তে।
শীতল হাওয়া, শিতের তীব্র ঠান্ডা নেই কোন বিরতি
কৃষক ব্যাস্ত ঘরে তুলতে সোনা খানি।
ঘরে ঘরে শীতের পিঠাপুলির উৎসব;
বিলে ঝিলে ফুলে’র সুগন্ধিতে ছড়াছড়ি।
শীতের সকালে কুয়াশা মাখানো ভোরে;
খড় জ্বালিয়ে আগুনের উষ্ণতা নেওয়া
গ্রামের সেই চির চেনা শীতের সকাল।