অভিযোগ
মোঃ আসাদুল হক (আসাদ)
এই যে বাটখারাতে জীবনের মাপ-মাপি–
কোনো গন্ধ নেই, ছন্দ নেই, উল্লাস নেই– নেই আনন্দ,
জীবনের অন্তিমে চলার যে গতি তা থেমে নেই,
তবুও বাটখারা দিয়ে কষ্ট মাপি–মাপি জীবনের কোণিক দূরত্ব।
কতটা পথ হাটলে পথিক হব তা জানা নেই।
জানা নেই কতটা পথ চললে হব দেউলিয়া।
বিষন্ন স্বরে যে যাত্রা দিবা-নিশি তা স্ফূর্ত ও করুণ,
গন্ধ বিলাসী ফুলের মতোই পৃথিবীতে থাকা–দেখা অরুণ।
আজ বহু বিলাসী দু-কদমে দমে যে স্বার্থ ঝরে,
আজ নিভৃতে থাকা প্রহরী থাকে ভোরের অপেক্ষায়,
আজ ঘরহীন, পথহীন, দিশাহীন বোধে যে আসতো মাতাল,
আজ জীবনের তরে নেই অভিযোগ–তবে অভিযোগ খোঁজে পরে।
বিদিত ললাটে নেই যে চিহ্ন ভাগ্য সুপ্রসন্ন।
অবধারিত যে গতি, তার জ্ঞানে নেই শেষ সুর।
আসতো মাতাল পৃথিবীর পথে জমা কিছু স্মৃতি।
খোঁজে ফেরার বাতিঘরের গল্পটি হয় এক অদ্ভুত পুরনো।