{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নিজস্ব প্রতিবেদকঃ
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে, ৩ জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলওয়ার।
তিনি তার বক্তব্যে বলেন, সমাজসেবা কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবার উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা বিভাগের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে সমাজসেবা বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।