ক্রীড়া ডেস্কঃ
আইপিএলের আসন্ন আসরের জন্য নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু তাকে দল থেকে ছেড়ে দিতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সংবাদ সংস্থা এএনআই-কে বলেছে, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআর-কে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা চাইলে ওই ক্রিকেটারের বদলি হিসেবে নতুন করে কাউকে দলে নিতে পারবে।’