তানবীরুল ইসলাম, চকরিয়া (কক্সবাজার):
কক্সবাজারের চকরিয়া পৌরসভা শহরের বিভিন্ন বাজারে কেমিক্যাল যুক্ত ড্রাগন ফল বিক্রি নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাজারে বিক্রি হওয়া অনেক ড্রাগন ফলে অতিরিক্ত কেমিকেল ব্যবহার করা হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
পৌর শহরের প্রধান বাজারসহ বিভিন্ন অলিগলির ফলের দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে অস্বাভাবিক উজ্জ্বল রঙের ড্রাগন ফল বিক্রি হতে দেখা গেছে। ক্রেতাদের অনেকের দাবি, এসব ফল দীর্ঘদিন সতেজ থাকে এবং স্বাভাবিক ফলের মতো দ্রুত নষ্ট হয় না, যা তাদের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে।
একজন স্থানীয় ক্রেতা বলেন, “ড্রাগন ফল দেখতে ভালো হলেও স্বাদ ও গন্ধে স্বাভাবিকতা পাই না। কয়েকদিন রাখলেও ফল নষ্ট না হওয়ায় খেতে ভয় লাগছে।”
তবে কয়েকজন ফল বিক্রেতা অভিযোগ অস্বীকার করে জানান, এসব ড্রাগন ফল দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে এবং তারা আলাদাভাবে কোনো কেমিকেল ব্যবহার করেন না।
সচেতন মহল দ্রুত বাজার মনিটরিং বৃদ্ধি এবং ফলের মান নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভোক্তাদের সন্দেহজনক ফল কেনা ও গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।