স্মৃতির পাতা
নাদির আহমেদ
বিকেল বেলার শান্ত রোদে, জানলা দিয়ে তাকিয়ে রই
হারিয়ে যাওয়া দিনগুলো আর পাবো খুঁজে কই?
সেই যে ছিল ছোটবেলা, ধুলোমাখা এক পথ
কল্পনাতে ছুটত কেবল, রঙিন মেঘের রথ।
মাঠের ধারের সেই বটতলা, আর বৈশাখী সেই ঝড়
কাদা মেখে সব সাথীরা বাঁধতাম ছোট ঘর।
এখন সময় বড্ড বেশি, ছুটছে ঘড়ির কাঁটায়
হাজার স্মৃতি ধূসর হয়ে, জমছে ধুলোর পাটায়।
ব্যস্ত শহরের ব্যস্ত ভিড়ে, শৈশব গেছে হারিয়ে
ইটের দেয়ালে বন্দি জীবন, হাতটা দিচ্ছে বাড়িয়ে।
কোথায় গেল সেই ঘুড়িটা, নীল আকাশের বুক? কোথায় হারালো মায়ের আঁচল, সেই অকৃত্রিম সুখ?
তবুও মাঝে মনটা যখন, একটু ছুটি চায়
পুরনো সেই সুরটি এসে, কানে কানে গেয়ে যায়।
অতীতের সেই সোনালি দিন, রইবে মনে গাঁথা
স্মৃতির পাতায় লেখা থাকুক, জীবনের সব কথা।