oplus_2
দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা হকনগর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মো. শামছ উদ্দীন খান, উপজেলা নির্বাচন অফিসার খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
এ সময় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়। বক্তারা জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সভা শেষে উপস্থিত সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।