প্রতিনিধি, নিউজ ভিশনঃ কক্সবাজারের রামুতে জি-৪ রাইফেলের ২ রাউন্ড বুলেটসহ ৬ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে খুনিয়াপালংয়ের পাইন বাগানের রামু থেকে মরিচ্যা যাওয়ার সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে একটি যাত্রীবাহী সিএনজ গাড়ির যাত্রীদের দেহ তল্লাশী করে। এসময় যাত্রী মোঃ আলম (৩৫) এর পকেট থেকে ২ রাউন্ড বুলেট পাওয়া যায় গেলে সে সহ ৬ যাত্রীকে গ্রেফতার করা হয়। তারা সকলেই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিক বলে তিনি জানান।
আটককৃতরা হলেন,উখিয়ার থাইংখালীর ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই ২ এর শাহআলমের পুত্র মো: আলম। কুতু পালং ১ পূর্ব ক্যাম্পের ডি-১১ ব্লকের মোহাম্মদ বদরের ছেলে এনায়েতুর রহমান,একই ক্যাম্পের ই ২ ব্লকের শামসুল আলমের ছেলে নবী হোছন ও আবু ছিদ্দিকের পুত্র মো: রফিক, ৬ নং ক্যাম্পের ব্লক ডি-২ এর জাহেদ হোছেনের ছেলে মো:আমিন এবং টেকনাফ লেদার ক্যাম্প ২৪ এর পুরাতন ডি ব্লকের মৃত আমান উল্লাহর পুত্র খায়ের হোছন।
পুলিশ জানিয়েছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র-গুলি বহনে সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে । তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।