ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারাবাজারে রাতের আঁধারে কৃষকের খড়ের গাদায় আগুন, এলাকায় আতঙ্ক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ণ

Link Copied!

oplus_2

দোয়ারাবাজারে রাতের আঁধারে কৃষকের খড়ের গাদায় আগুন, এলাকায় আতঙ্ক
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ০১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক কৃষকের খড়ের গাদা (ক্ষেরের পাড়া) সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি গোয়ালঘরের একাংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খড়ের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিকল্পিতভাবে খড়ের গাদায় একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ফলে রাতে নির্ঘুম সময় কাটাচ্ছেন অনেক কৃষক। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় রাতের পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীরা জানান, শীতের রাতে গ্রামের মানুষ সাধারণত আগেভাগেই ঘুমিয়ে পড়েন এবং ফজরের আজানের পরপরই কাজে নেমে পড়েন। এই সুযোগ কাজে লাগিয়েই দুর্বৃত্তরা খড়ের গাদায় আগুন দিচ্ছে বলে তাদের ধারণা।
ভুক্তভোগী কৃষক পেকপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র মোঃ আনোয়ার হোসেন জানান, তার প্রায় ৪ কেদার জমির খড়ের গাদা ছিল, যা আগুনে পুড়ে যায়। এতে তার আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার চাচা আব্দুর রহিম ও চাচি আমেনা খাতুন চিৎকার করে জানালে দেখা যায়, বাড়ির পূর্ব পাশে অবস্থিত খড়ের গাদায় আগুন জ্বলছে।
পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজন লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখলেও অন্ধকারের কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। এতে গোয়ালঘরের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

ডালিয়া খানমের কবিতা ❝ কল্পনা❞

ঈদগাঁওতে মদ ও টমটমসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র সংগ্রহ

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার

কক্সবাজার–২ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি

সংসদে যাচ্ছি বেওয়ারিশ মানুষের স্বার্থে—শওকত হোসেন পিপিএমের প্রতিশ্রুতি

গাইবান্ধায় এক নারী মোটারসাইকেল আরোহী নিহত

শর্ত দিয়ে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত

জকসু নির্বাচন: ছাত্রদল–ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

কাল বিয়ে করতে যাচ্ছেন ডাকসু জিএস এস.এম ফরহাদ

চকরিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা, দুই প্রতিষ্ঠানে জরিমানা