ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ণ

Link Copied!


‎স্টাফ রিপোর্টারঃ

‎প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই নিশ্চিত করতে “জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫” উপলক্ষে শান্তিগঞ্জে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

‎সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মাননা প্রদান
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

‎শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান ও উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম।

‎অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন  প্রীতি রাণী সূত্রধর, অভিভাবক প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী রুপন্তী তালুকদার।

‎জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “মেধা যাচাই পরীক্ষার ধারণা প্রথম এসেছে শান্তিগঞ্জ থেকে। সেই ধারাবাহিকতা আমরা জেলার পক্ষ থেকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করেছি। এখানে শিক্ষকরা যে মানসম্মত মূল্যায়ন করেছেন, তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার।

‎তিনি আরও বলেন, কিছু বৈষম্য দেখা গেছে, এটা অবশ্যই আমাদের জন্য শেখার জায়গা। তবে শান্তিগঞ্জের শিক্ষার্থীরা মেধাবী। মূল্যায়ন প্রক্রিয়ায় শান্তিগঞ্জের শিক্ষার্থীরা এগিয়ে আছে। ন্যায়সংগত মূল্যায়নই শিক্ষাকে এগিয়ে নিয়ে যায়। শান্তিগঞ্জ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়েও বৃত্তি পরীক্ষায় মেধা যাচাই এই মডেল অনুসরণীয় হবে বলে আমি বিশ্বাস করি।

‎তিনি অভিভাবক ও স্থানীয় সমাজকেও শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “একটি শিশুকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষক নয়, পরিবার, বিদ্যালয় ও গ্রামের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাবান্ধব সমাজ গড়া, যেখানে প্রতিটি শিশু তার প্রকৃত মেধা বিকশিত করার সুযোগ পাবে।

‎এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও “দৈনিক আমার দেশ” এর সিলেট ব্যুরো চীফ খালেদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিঞা,
‎উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যবস্থাপক নীতেশ চন্দ্র বর্মন, দরগাপাশা  ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিকলাল চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাংবাদিক সোহেল তালুকদার ও নাজির মোঃ আবু বকর সিদ্দিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

‎আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

আরও পড়ুন

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত

ডুলাহাজারা ডিগ্রি কলেজে পরিবহনের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা আদায়