মো:বেলাল হোসেন পাটোয়ারী :
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইড লাইন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।২৪ শে জানুয়ারি শনিবার বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ক্যাম্পাস ইনচার্জ ও সম্মানিত অতিথিরা। বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি, আদর্শিক শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আলোচনার মূল আকর্ষণে ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার এ্যাডভোকেট আল মামুন রাসেল,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.আবদুল্লাহ আল মামুন।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা হামদ, নাত, দেশাত্মবোধক গান ও ইসলামী সংগীত পরিবেশন করে।এছাড়াও ইসলামিক শিল্পী গোষ্ঠী গাজী আনাসের হেভেন টিউন ও তার দল,শিল্পী রোকনুজ্জামান,উচ্চারণ শিল্পী গোষ্ঠী,প্রতিথী শিল্পী গোষ্ঠী ইত্যাদি বিভিন্ন গান পরিবেশন করেন। এছাড়াও ছিল কাজী নজরুলের বিদ্রোহী কবিতার আবৃত্তি ও মনোজ্ঞ পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা স্টুডেন্ট মজলিসের সভাপতি মো ফাহিম বলেন: ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক ও ইসলামিক সংস্কৃতি বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।