Oplus_131072
মো: রফিকুল ইসলাম >> মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী মুসলিম সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না রেজা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকার মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে।
তামান্না রেজা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. রেজা উদ্দিন ও মমতাময়ী মা রাহিলা বেগমের কন্যা। ছোটবেলা থেকেই তিনি একজন মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত। তার বিদ্যালয় জীবন থেকে শিক্ষা ও মেধার প্রতি আগ্রহ এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আজ তিনি এই গৌরবজনক সাফল্য অর্জন করেছেন।
তিনি ২০২২ সালে তেতই গাও রশিদ উদ্দিন হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেন। পরবর্তীতে ২০২৪ সালে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ পেয়ে উত্তীর্ণ হন। বিদ্যালয় জীবন থেকেই তার বিজ্ঞান ও কৃষি বিষয়ক শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যেত।
বর্তমানে তামান্না রেজা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অধ্যয়নরত রয়েছেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণ (সেকেন্ড টাইম) করে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন। এটি তার অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবলেরই প্রতিফলন।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে তামান্না রেজা বলেন,
এই অর্জনের পেছনে আমার বাবা-মা, শিক্ষক ও পরিবারসহ সকলের দোয়া ও সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে আমি একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তামান্নার এই সাফল্যে তার অধ্যবসায়, পরিশ্রম এবং আল্লাহর ওপর বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার এই অর্জনে শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকার শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।