বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও বোয়ালখালী উপজেলার ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ৪৪২ ও ৪৪৩তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।
উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কোর্সসমূহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বোয়ালখালী স্কাউটসের সভাপতি মেহেদী হাসান ফারুক।
৪৪২তম কোর্সের কোর্স লিডার প্রবীর কান্তি মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ।
এসময় প্রধান অতিথি ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত জীবন গড়তে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন অনুষ্ঠানে, দুর্যোগে কিংবা আর্তমানবতার সেবায় স্কাউটাররা যে ভূমিকা পালন করেন তা প্রশংসার দাবিদার। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংয়ের সাথে জড়িত শিক্ষার্থীরা বিপথগামী হওয়া থেকে রক্ষা পাওয়ার পাশাপশি সামাজিক, পারিবারিক ও সৃজনশীল কাজে নিজেদের মেধার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোর্স লিডার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, স্কাউটার মোহাম্মদ সোলায়মান, প্রজীব কুমার বড়–য়া, মো. ফারুক ইসলাম, মোহাম্মদ শওকত হোসেন, এস এম গোলাম মোস্তফা ও বোয়ালখালী উপজেলার সম্পাদক মো. নুরুল আকতার।