দগ্ধমূল
খন্দকার রামিম
আমি নিশি,
শত অশ্রুর সাক্ষী;
আমার মাঝেই প্রাণ খুঁজে পায়—
নিঃসঙ্গ শশী।
আমি নিঃস্ব,
একলা পথিক;
নেই কেউ পার করার—
বিস্তর প্রহরের সমুদ্দুর।
আমি দগ্ধ,
পুড়ছি নিজের মাঝে;
নোনা জলে—
নিভবে না লেলিহান শিখা এই সাঁঝে।
আমি অপ্রতিরোধ্য কাল,
শিকলে সকল প্রাণ—
আকস্মিক ফুৎকারে ধ্বংস;
পাবে না কেহ পরিত্রাণ।