স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রেজাউল আলম (১৮) নিহত হয়েছেন।
শনিবার (২জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ছাতক শহরের প্রবেশ মুখে ছাতক-সিলেট রোডের ২নং ব্রিজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, রেজাউল আলম ও তার বন্ধু জাহিদুল ইসলাম শুভ (১৯) মোটরসাইকেল যোগে সুরমা ব্রিজ পার হয়ে ছাতক শহরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রেজাউল আলম। আকস্মিকভাবে সিলেটগামী কোনো গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন রেজাউল আলম।
অপরদিকে, জাহিদুল ইসলাম শুভকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
নিহত রেজাউল আলম নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র। আহত জাহিদুল ইসলাম শুভ নোয়রাই ইউনিয়নের জয়নগর গ্রামের মাহবুবুল আলমের পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সংঘর্ষের কারণ হিসেবে যে গাড়ি জড়িত ছিল তা শনাক্তের চেষ্টা চলছে।