শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলন” উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩রা জানুয়ারী) সকালে হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে স্হানীয় যেহীন আহমদ একাডেমি (এফআইভিডিবি) হলরুমে উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি, কবি ও লেখক মোঃ ইয়াকুব বখত বাহলুল।
অনুষ্ঠানে উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ সভাপতি মোঃ শাব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ সিতু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনর সাধারণ সম্পাদক মামুন আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা হোসাইন আহমদ, কৃষকবান্ধব মাওলানা আজিজুল হক,
নির্বাহী সদস্য মোঃ নাজিম উদ্দিন এবং শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ সভাপতি ও এনজিও সংস্থা পদ্মা এর নির্বাহী পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান ও পবিত্র কুরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য মাওলানা নাজমুল হক।
আরো বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ জায়গীরদার,সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম, উপজেলা কমিটির অর্থ সম্পাদক রাজন চন্দ্র দেব, নির্বাহী সদস্য মোঃ মতিউর রহমান জায়গীরদার, মোঃ জহিরুল ইসলাম, আব্দুস শহীদ,বিএনপি নেতা শাহীন মিয়া, জয়কলস ইউনিয়ন কমিটির সদস্য মোঃ সাব্বির আহমেদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি শোয়েব আহমেদ শেলু, দরগাপাশা ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, পাথারিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ খালেদ আহমদ,পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ ও দরগাপাশা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মানসুর হোসাইন তপু।
অধিবেশনের শুরুতে আনন্দ র্র্যালী, জাতীয় সংগীত পরিবেশন ও শপথ গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রচার সম্পাদক সারোয়ার খান লাহিম,নির্বাহী সদস্য ফখরুল ইসলাম জয়,
মোঃ তাজুদ আলী, শাহীন মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ কিবরিয়া,পূর্ব বীরগাঁও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামিল আহমদ সহ উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের লোকজন প্রমুখ।