ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বাইউস্ট আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইতিহাস গড়ল আইন বিভাগ

প্রতিবেদক
নিউজ ভিশন
২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ

Link Copied!

কুমিল্লা প্রতিনিধিঃ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST)-এর ক্রীড়াঙ্গনে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা হলো ২৮ ডিসেম্বর ২০২৫। বিশ্ববিদ্যালয় আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনালে টানা সাতবারের চ্যাম্পিয়ন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগকে হারিয়ে আইন বিভাগ (Team Law) প্রথমবারের মতো শিরোপা জিতে নেয়—যা শুধু একটি ট্রফি জয় নয়, বরং অধ্যবসায়, দলগত ঐক্য ও আত্মবিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত।

বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের বিপুল উপস্থিতিতে গ্যালারি পরিণত হয় আবেগ ও প্রত্যাশার মিলনমেলায়। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে ওঠে। অভিজ্ঞতা ও অতীত সাফল্যের ভারে শক্তিশালী CSE দলের বিপরীতে আইন বিভাগের খেলোয়াড়রা দেখিয়েছেন দৃঢ় মনোবল, কৌশলী পাসিং, সুশৃঙ্খল রক্ষণভাগ এবং নিখুঁত দলগত সমন্বয়। শেষ পর্যন্ত সেই সম্মিলিত প্রয়াসই এনে দেয় কাঙ্ক্ষিত বিজয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও BAIUST সেন্ট্রাল ক্লাবসমূহের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন BAIUST স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. আবদুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং নেতৃত্ব, শৃঙ্খলা ও সহমর্মিতার মতো গুণাবলি গড়ে তোলে—যা ভবিষ্যৎ পেশাজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আইন বিভাগের এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে ছিল সুসংগঠিত টিম ম্যানেজমেন্ট ও নেতৃত্ব। টিম ম্যানেজার প্রভাষক মোঃ শামীম আহমেদ, টিম কোচ জিসান এবং টিম ক্যাপ্টেন আশরাফুল আলম তোহা-এর দিকনির্দেশনায় দলটি পুরো টুর্নামেন্টজুড়ে আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স উপহার দেয়। আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এই বিজয় কেবল একটি বিভাগের অর্জনেই সীমাবদ্ধ নয়; এটি BAIUST-এর আন্তঃবিভাগীয় সৌহার্দ্য, বন্ধন ও ক্রীড়া সংস্কৃতিকে নতুন করে উজ্জীবিত করেছে। এরই ধারাবাহিকতায় ২৯ ডিসেম্বর আইন বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সম্মিলিতভাবে এই সাফল্য উদযাপন করেন, যা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করে।

বাইউস্ট আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর এই ফাইনাল প্রমাণ করেছে—সঠিক পরিকল্পনা, দলগত ঐক্য এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে ইতিহাস গড়া সম্ভব। আইন বিভাগের এই জয় তাই কেবল একটি ট্রফির গল্প নয়; এটি অনুপ্রেরণার এক জীবন্ত উপাখ্যান।

আরও পড়ুন