মোহ মায়া
বুশরা আমিন
যতই তাকাই, ততোই মুগ্ধ হই।
চোখ সরে না যেন মোহে—
দৃষ্টি বিলাশ চোখে!
তবো পানে ঠাই চাই, ঠাই চাই;
সারাজীবনের তরে।
দিবে কি ঠাই একটু খানি—
তবো মন মাজারে?
এই নিঃশ্বাসের প্রতি বিশ্বাসে,
চলাচল তোমারই।
আমার প্রতিটি চাওয়া যেন
তোমার চোখে হারিয়ে যায়,
তোমার ঠোঁটের নীরব ভাষা
আমার মনের কথাই গায়।
আমার কম্পিত হৃদয়ে শুধু
তোমারই নামের ধ্যান,
শুধু তুমিই থেকো মিশে—
আমার প্রতিটি প্রাণ।
তুমি জানো না, তবুও তুমি
আমার প্রতিটি লেখার ছায়া,
তোমার দিকেই মোহ মায়া—
ঘোর লাগা এক জীবনের মায়া।
যতই থামাই ততই বাড়ে
তোমার দিকে এই টান,
তুমি না বললেও আমি বুঝি—
তোমাতেই আমার সর্বস্ব দান।