Oplus_16909312
সাঈদী আকবর ফয়সালঃ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯শে ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।
সভায় নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক ও নির্ভুল তথ্য প্রচার, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীজন। সরকারি তথ্য দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রচারে মাঠপর্যায়ের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।