মফিজুল, স্টাফ রির্পোটার, মাদারীপুরঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় উদ্যোগে সারাদেশ থেকে আগত সাংবাদিকদের অংশগ্রহণে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দিনব্যাপী এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বীবৃন্দ ও
সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা পৃথক পৃথক বক্তব্যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠিত হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার প্রশংসা করেন।
সমাবেশে আরও আলোচনা হয় সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়, হয়রানি ও নির্যাতন বন্ধ, মিথ্যা মামলার প্রতিবাদ এবং সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার বিষয়ে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভবিষ্যতে সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।