নিউজ ভিশন প্রতিবেদকঃ
কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণ অধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি।
তিনি বর্তমানে কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং কক্সবাজার–২ আসনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই আসনে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি উপহার দিতে পারবো।”
তার প্রার্থিতাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।