চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া উপজেলার জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, জননেতা আব্দুল্লাহ আল ফারুক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
আব্দুল্লাহ আল ফারুক বলেন, “চকরিয়া–পেকুয়ার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় এবং একটি সুশাসনভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের সমর্থন ও দোয়া পেলে ইনশাআল্লাহ এই আসনে ন্যায় ও সততার রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”