oplus_1024
সাঈদী আকবর ফয়সালঃ
জাইকার অর্থায়নে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ফুলতলা মসজিদের সামনে থেকে মাতামুহুরি নদীর পাড় পর্যন্ত মাস্টার ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। ২৩শে ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে নির্মাণকাজ পরিদর্শনে যান চকরিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।
পরিদর্শনকালে তিনি নির্মাণকাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা সরেজমিনে দেখে তাৎক্ষণিকভাবে সমাধানের নির্দেশনা দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
এ সময় উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ এবং চকরিয়া পৌরসভার প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই মাস্টার ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকায় জলাবদ্ধতা নিরসনসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।