সাঈদী আকবর ফয়সালঃ কক্সবাজারের চকরিয়াবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৫ দিনব্যাপী চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গণহারে কুকুরের টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
এই কর্মসূচিতে মোট ১১৮ জন দক্ষ কুকুর ধরার কর্মী, ৫৯ জন টিকাদানকারী এবং ৫৯ জন ডাটা কালেক্টর অংশগ্রহণ করবেন। প্রতিটি ইউনিয়নে ৩টি করে টিম এবং পৌরসভায় ৫টি টিমসহ মোট ৫৯টি টিম মাঠ পর্যায়ে কাজ করবে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জায়নুল আবেদীন জানান, কর্মসূচির আওতায় এলাকায় থাকা সব কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। এর মাধ্যমে চকরিয়াকে জলাতঙ্কমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। চকরিয়াবাসীর প্রতি আহ্বান থাকবে, যেন তারা নিজ নিজ এলাকার কুকুরগুলোকে টিকা প্রদানে সহযোগিতা করেন এবং কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ থেকে নিজেদের ও সমাজকে সুরক্ষিত রাখা