নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়ায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব। ২৩ ডিসেম্বর এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ইলিশিয়া বাজারের মদিনা হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হওয়ায় হোটেলটির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া লাল ব্রিজমোড় এলাকার মা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে ফার্মেসিটির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।