দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং অফিসার
এম এ মোতালিব ভুইয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও কেন্দ্রগামী রাস্তা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে তিনি ইউনিয়নের একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখে ভোটকক্ষের পরিবেশ, অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের যাতায়াত সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা। তারা সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়গুলো চিহ্নিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহ বলেন, ভোটারদের নির্বিঘ্নে ও নিরাপদভাবে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে।