ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীর স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, গত দু-তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৭০ টাকা থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ২১০ টাকা দরে।
উপজেলা শহরের কালিবাড়ি বাজার, মাঠের বাজারের আড়তগুলোতে পর্যাপ্ত পরিমাণ পেয়াজের মজুদ নেই। খুচরা বিক্রেতারা প্রতি কেজি ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি করছে। গ্রামগঞ্জে প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
এদিকে দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ না কিনে অল্প পরিমাণে পেঁয়াজ কিনছেন।
অন্যদিকে দোকানদারদের বিক্রিও কমে গেছে। দোকানদারসহ সাধারণ ক্রেতারা পেঁয়াজের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।