আব্দুল মুনতাকিন জুয়েল
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্ল্যাহ বাজারে জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬:৩০ ঘটিকা থেকে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত এই যৌথ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চলে।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবীর এবং পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর-এর যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। উল্ল্যাহ বাজার এলাকায় অবস্থান নিয়ে টিমের সদস্যরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। মূলত জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।
অভিযান চলাকালীন ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং ট্রাফিক আইন অমান্য করার দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোট ১৩টি প্রসিকিউশন দাখিল করেন সার্জেন্ট জাহাঙ্গীর।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বিশেষ করে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রাতের এই অভিযানে সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এমন সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।